নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ-সহ দুটি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিক্রিয়া স্বরূপ জনসম্মুখে কুরআন পুড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ডেনমার্কের খ্রিস্টান ধর্মাবলম্বী কট্টর ডানপন্থী ইসলাম বিদ্বেষী নেতা রাসমুস পালুদানন।
শুক্রবার (২২ মার্চ) ডেনমার্কের রাজধানী কোপেনহেগে একটি মসজিদে জুমার নামাজ চলা অবস্থায় এ ঘটনা ঘটে।
আজ জাজিরার খবরে বলা হয়, পালুদান কুরআন পোড়ানোর সময় তার সমর্থকেরা তা সোস্যাল নেটওয়ার্কে লাইভ দেখায় আর উল্লাস করে। পাশে পুলিশ থাকলেও তারা কোনো বাধা দেয়নি।
উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) ব্রেন্টন টেরেন্ট নামের এক খ্রিস্টান সন্ত্রাসী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে অন্তত ৫০ জন মুসল্লিকে শহীদ করেছে।