ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামা হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তির্যক মন্তব্য করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
শনিবার এক জনসভায় এসে মোদির দিকে আঙুল তুলে ওয়াইসি প্রশ্ন করেন, যখন এই হামলাটি হয়েছে, তখন কি মোদি গরুর মাংসের বিরিয়ানি খেয়ে ঘুমাচ্ছিলেন?
আসাদুদ্দিন বলেন, ‘ভারতীয় বায়ুসেনা বালাকোটে বোম নিক্ষেপ করেছে। এই প্রত্যাঘাত নিয়ে বিজেপি প্রধান অমিত শাহ জানিয়েছেন ২৫০ জন জঙ্গি খতম হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি বালাকোটে সেই সময় ৩০০টি ফোন সক্রিয় ছিল।’
তিনি আরও বলেন, ‘আপনি ৩০০টি ফোন সক্রিয় আছে তা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার নাকের ডগা থেকে ৫০ কেজি আরডিএক্স নিয়ে পুলওয়ামায় জঙ্গিরা প্রবেশ করল, তা দেখতে পেলেন না।’
আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আমি নরেন্দ্র মোদি ও রাজনাথ সিংকে প্রশ্ন করতে চাই যে তাঁরা কি সেই সময় গরুর মাংসের বিরিয়ানি খেয়ে ঘুমাচ্ছিলেন।’
এ বছরের লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে প্রার্থী হচ্ছেন ওয়াইসি। তিনি জানান, তার এই লড়াই তাঁদের বিরুদ্ধে যাঁরা দেশ থেকে ধর্মনিরপেক্ষতা এবং ভাইচারাকে উত্খাত করেছেন। বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও তফাত্ নেই। দুই দলই এক।