এমবাপে
ফের জিনেদিন জিদান যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ শিবিরে। এ খবর বেশ পুরোনো। তবে নতুন তথ্য হচ্ছে, তিনি যোগ দেওয়ার পরই স্বদেশি এমবাপেতে আনতে মরিয়া হয়ে উঠেছেন। ইতোমধ্যে ঘোষণাও এসেছে, ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে পেতে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাবেন জিদান। এর জন্য বাংলাদেশি টাকায় ২ হাজার ৬৬৬ কোটি টাকা খরচ করতে প্রস্তুত তার দল।
সোমবার ফরাসি ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবল এই অঙ্কটা নিশ্চিত করে। ব্যালন ডি’ অর ট্রফির দায়িত্বে থাকা এই ম্যাগাজিনের দাবি ২৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে রিয়ালে আনা হবে এমবাপেকে। যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৬৬৬ কোটি টাকা! সে হিসাবে নেইমারের রেকর্ড ভেঙে যাবে। কারণ তাকে পিএসজি কিনেছিল ২২২ মিলিয়ন ইউরোতে।
তবে সাবেক রিয়াল কোচ হোসে মরিনহোর দাবি, এমবাপেকে এখন কেনা অসম্ভব। নেইমার নয়, ফুটবলের ভবিষ্যৎ এমবাপ্পের মধ্যেই দেখেন মরিনহো। তাই পিএসজি কোনোভাবেই এমবাপেকে ছাড়বে না বলে তার ধারণা।