রাজধানী বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের চিকিৎসা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় সকল মন্ত্রণালয়সহ সাধারণ জনগণও ব্যাপক সহায়তা করেছে। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব হলো চিকিৎসা দেয়া। তাই আমরা এ দুর্ঘটনায় সকল আহতদের যতদিন চিকিৎসা দেয়া হবে ততদিন সম্পূর্ণ বিনামূল্যে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহতদের শনাক্তের কাজ চলছে। সরাসরি সনাক্ত সম্ভব না হলে ডিএনএ টেস্টের মাধ্যমে তা করা হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।