প্রতীকি ছবি
চীনের সিচুয়ান প্রদেশের দুর্গম জঙ্গলে ছড়িয়ে পড়া আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ৩০ জন দমকল কর্মী নিহত হয়েছেন। আগুনে প্রায় ৯ হাজার মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার এএফপির খবরে বলা হয়, পাহাড়ি এলাকাটির আগুন নেভাতে কয়েকশ’ অগ্নিযোদ্ধা মোতায়েন করা হয়েছে। মুলি কাউন্টিতে সমতল থেকে চার হাজার মিটার উচ্চতায় আগুন ছড়িয়ে পড়ে রোববার।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে ‘বিশাল এক আগুনের বলয়’ তৈরি হয়।
চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার বিকেলে দাবানল হঠাৎ গতিপথ পরিবর্তন করলে ৩০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২৬ দমকল কর্মীর লাশ উদ্ধার করেছেন এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।