চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের পি২০ প্রো মডেলের স্মার্টফোনে তিন লেন্স ক্যামেরা যুক্ত করেছে। এবারে প্রযুক্তি বিশ্বকে চমকে দিতে স্মার্টফোনে যুক্ত হতে পারে নয় লেন্সযুক্ত ক্যামেরা। লাইট নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান নয় লেন্সযুক্ত স্মার্টফোন ক্যামেরা তৈরি করছে।তিন ক্যামেরা যুক্ত স্মার্টফোন ইতিমধ্যেই দেখে ফেলেছে প্রযুক্তি বিশ্ব।ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, লাইট নামের ওই উদ্যোক্তা প্রতিষ্ঠান ১৬ লেন্সযুক্ত ক্যামেরা সিস্টেম তৈরি করে আলোচনায় আসে। এবারে তারা স্মার্টফোনে নয় লেন্সের ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে।লেন্সের আকার বিভিন্ন হতে পারে। বস্তুর ছবি তুলতে এই নয় ক্যামেরা দিয়ে লাইট, ডেপথ, কালার প্রভৃতি ধারণ করা হবে। এরপর ছবিসংক্রান্ত যাবতীয় তথ্য একটি অ্যালগরিদম দিয়ে সমন্বয় করা হবে।এখনো দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে এ ধরনের স্মার্টফোনের দাম বেশি হতে পারে। সাধারণত লাইটের তৈরি ১৬ লেন্সের ক্যামেরার দাম হবে ১ হাজার ৯৫০ মার্কিন ডলার।
লাইটে বর্তমানে ফক্সকন বিনিয়োগ করছে। তারাই ওই স্মার্টফোন তৈরি করে এ বছরের শেষ নাগাদ বাজারে ছাড়তে পারে।
এ স্মার্টফোনের আরেকটি বিশেষত্ব হচ্ছে এর ভাঁজ করা ডিসপ্লে। ইটিএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাপকভাবে ভাঁজ করা ওএলইডি ডিসপ্লে তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ভাঁজ করা স্মার্টফোনে তারাই ডিসপ্লে সরবরাহের কাজ করতে পারে।