আইপিএলের ১২তম আসরের প্রথম বারো দিনের ব্যাটিংয়ে কারিশমা দেখিয়েছেন তিন নায়ক। তারা হলেন- আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো।
অন্যদের মধ্যে আর কারা কত রান করলেন, চলুন পরিসংখ্যান একনজরে দেখে নেয়া যাক-
১. ডেভিড ওয়ার্নার: অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার দ্বাদশ আইপিএলের প্রথম ১২ দিন শেষে সর্বাধিক রান তোলার তালিকায় এক নম্বরে রয়েছেন। ৪টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত নিজের নামের পাশে ২৬৪ রান যোগ করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে অপরাজিত শতরানের ইনিংস খেলেন। এছাড়াও দুটি অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ২৩টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার। নজর কাড়া স্ট্রাইক রেট ১৬১ এর কিছু বেশি। এই মুহূর্তে দ্বাদশ আইপিএলের কমলা টুপি মাথায় চাপিয়ে দুর্বার গতিতে ব্যাটিং করে চলেছেন ডেভিড ওয়ার্নার।
২. জনি বেয়ারস্টো: এবার অবশ্য সানরাইজার্সের নতুন নায়ক বলা হচ্ছে- ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোকে। ইংল্যান্ডের ব্যাটমস্যান ৪ ম্যাচে ২৪৬ রান হাঁকিয়েছেন। যার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১৪ রানের ইনিংস রয়েছে তার। এখনও পর্যন্ত ৩০টি চার ও ১০টি ছয় হাঁকিয়েছেন বেয়ারস্টো।
৩. আন্দ্রে রাসেল: কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আন্দ্রে রাসেল এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। ৩ ম্যাচে ইতোমধ্যে ১৫৯ রান করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত ১১টি চার ও ১৫টি ছয় হাঁকিয়েছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার রাসেল।
৪. ঋষভ পন্ত: দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫টি ম্যাচ খেলে ১৫৮ রান নিজের ঝুলিতে ভরেছেন পন্ত। এবারের আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ অপারজিত ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩টি চার ও ১০টি ছয় হাঁকিয়েছেন দিল্লির তরুণ ব্যাটসম্যান।
৫. শিখর ধাওয়ান: ৫ ম্যাচে ১৫২ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার শিখর ধাওয়ান। দ্বাদশ আইপিএল আসরে এখনও পর্যন্ত ১টি অর্ধশতরান করেছেন ধাওয়ান।
৬. শ্রেয়স আইয়ার: দিল্লির হয়ে ৫ ম্যাচে ১৪৮ রান করেছেন তিনি।
৭. পৃথ্বী শ: ৫ ম্যাচে দিল্লির হয়ে ১৪১ রান করেছেন আরেক তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ।
৮. সঞ্জু স্যামসন: রাজস্থানের সঞ্জু স্যামসন ৩ ম্যাচে ১৪০ রান করেছেন।
৯. ক্রিস গেইল: পাঞ্জাবের হয়ে ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল ৩ ম্যাচে ১৩৯ রান করেছেন।
১০. জস বাটলার: ৪টি ম্যাচ খেলে রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান জেস বাটলার করেছেন ১৩৯ রান।