লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার ম্যাচে শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদকে তারা হারিয়েছে ২-০ গোলে। এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেল কাতালানরা। ৩১ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
এদিন ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে। ম্যাচে বল দখলের লড়াইয়ে স্বাগতিকরা অনেক এগিয়ে ছিল। ৬৪ শতাংশ সময় ধরে তারা বল নিয়ন্ত্রণে রাখে। ৩৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে সফরকারীরা। বার্সেলোনা ফাউল করে ১৪টি। কিন্তু তারা কোনো লাল কার্ড দেখেনি। অ্যাতলেটিকো ফাউল করে ১২টি। তারা একটি লাল কার্ড দেখেছে।
ম্যাচে শুরু থেকেই লড়াইটা ছিল দারুণ। কোনো দলই গোল করতে পারছিল না। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। কিন্তু প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় অ্যাতলেটিকো। ২৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়েগো কস্তা।
দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমান। এক পর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচটি হয়তো গোলশূন্য ড্র হতে চলেছে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করেন মেসি-সুয়ারেজ। ৮৫তম মিনিটে দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন লুইস সুয়ারেজ। এগিয়ে যায় বার্সেলোনা। এর পরের মিনিটেই গোল করেন লিওনেল মেসি। অ্যাতলেটিকোর ডিফেন্ডারদের বোকা বানিয়ে তিনি কৌশলে বল জালে পৌঁছে দেন। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।