দুয়ারে কড়া নাড়ছে ইংল্যান্ড এন্ড ওয়ালস বিশ্বকাপ-২০১৯। অন্যান্যদের ন্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দল প্রস্তুত করছেন।বিসিবি’র কাছে ২০ সদস্যের স্কোয়াড জমা পড়েছে। এখন শুধু অপেক্ষা ঘোষণার।
শনিবার (৬ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন বিসিবি বস।আর সেখানে কথা বলার সময় উঠে আসে সাকিবের প্রসঙ্গ।জানান আইপিএল থেকে নিয়ে আসা হবে দেশ সেরা অলরাউন্ডারকে।
বাংলাদেশ প্রিমিয়াল লিগের (বিপিএল) শিরোপা নির্ধারনের ম্যাচে ফের হাতে ইনিজুরি।তাই গেল নিউজিল্যান্ড সফরে টিম টাইগারদের সাথে নিউজিল্যান্ড যেতে পারেননি দেশ সেরা এই অলরাউন্ডার। সুস্থ হয়ে এক মাত্র বাংলাদেশি হিসেবে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সাথে যোগ দেন সাকিব।
বিশ্বকাপের আগে সাকিবের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ভালোভাবে দেখছেন না বিসিবি বস। সাকিবের চাওয়ায় তাকে শেষ পর্যন্ত অনুমতি দেয় বিসিবি।তবে আইপিএলে হায়দরাবাদ শিবিরে একাদশে জায়গা পাচ্ছেন না সাকিব।
স্বভাবত কারনেই প্রশ্ন ওঠে, ম্যাচ খেলতে না পাওয়ার কারণে সাকিবকে কী দেশে ফিরিয়ে আনা হবে? জবাবে পাপন বলেন, ‘বিশ্বকাপের আগে তাকে টি-টোয়েন্টি খেলতে দিতে আমরা রাজি ছিলাম না। ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া। এখন সে যদি ম্যাচই খেলতে না পায় তাহলে সেখানে রেখে লাভ কী? জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ওকে দেশে ফিরিয়ে আনা হবে।’