বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করল বিজেপি। বিতর্কের কেন্দ্রে সালমান খানের নতুর ছবি দাবাং থ্রি-এর শুটিং।
সম্প্রতি শুটিং-এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায়, একটি শিবলিঙ্গকে কাঠের পাটাতন দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেই পাটাতনের উপর এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। এই ছবি ঘিরেই বিতর্ক বেধেছে। বিজেপির অভিযোগ, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন সালমান।
অবশ্য সালমান তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। তবে অভিনেতার বিবৃতি সত্ত্বেও বিতর্ক থামেনি।
এ অবস্থায় বিজেপিকে বিঁধে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেন, লোকসভা ভোটে বিজেপির হাতে আর কোনও ইস্যু নেই। একটাও উন্নয়নের কাজ করেনি, যা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যেতে পারে। তাই হিন্দু-মুসলিম বিভেদ তৈরির চেষ্টা করছে। ওদের উদ্দেশ্য কিছুতেই সফল হবে না।